স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেট বিরাট কোহলি গণমাধ্যমের উপর বেশ বিরক্ত। বারবার তাকে নিয়ে খবর হচ্ছে। আর এ প্রতিবাদ জানাতে হচ্ছে তাকে। সম্প্রতি দেশটির একটি গণমাধ্যম খবর প্রকাশ করে, বিরাট কোহলি আলিবাগে তার খামার বাড়িতে ক্রিকেটের পিচ তৈরি করছেন।
মহারাষ্ট্রের আলিবাগে কোহলি দম্পতির আট একরের খামার বাড়ি রয়েছে। ওই লাকায় ভারতীয় তারকাদের এলাকা হিসেবেই পরিচিত। বিনোদন জগতের বেশ কয়েকজন তারকার বাড়ীও আলিবাগে।
সম্প্রতি কোহলি ও আনুশকা দম্পতি আলিবাগের ওই বাড়ীতে নির্মাণ কাজ শুরু করেছেন। দু’জনে গিয়ে নির্মাণ কাজ দেখেও এসেছেন। সেই সব ছবি ভাইরাল হয়েছে গণমাধ্যমে। এরপরই ওই গণমাধ্যম প্রতিবেদন করে, খামার বাড়িতে নিজের জন্য ক্রিকেটের উইকেট তৈরি করছেন কোহলি।
ভারতীয় এই ক্রিকেটার সেই খবরকে মিথ্যা জানিয়েছেন। বলেছেন, তিনি খামার বাড়িতে কোনো পিচ তৈরি করছেন না। বিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্টোরিতে তার খামার বাড়ি করার প্রতিবেদনের স্কিনশট শেয়ার করে লিখেন, ‘ছোটবেলা থেকে যে খবরের কাগজ পড়ে এসেছি, তারাও আজকাল ভুল খবর ছাপতে শুরু করে দিয়েছে।’
আলিবাগের ওই খামার বাড়িতে কোহলির আছে ২.৫৪ একর ভূমি। তার স্ত্রী আনুশকার আছে ৪.৯১ একর ভূমি। দু’জনে মিলে ১৯ কোটি ২৪ লাখ টাকায় খামার বাড়িটি কিনেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post