নিজস্ব প্রতিবেদকঃঃ বিপিএলে আগের এগারো ম্যাচে মাত্র দুই জয় খুলনার। ইয়াসির আলীর দল লিগ পর্বের শেষ ম্যাচে দেখালো চমক। সাকিবদের বরিশালকে হারিয়ে শেষ করলো বিপিএল।
আগে ব্যাট করে বরিশাল ১৬৯ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা খুলনা জয় ও হাবিবুরের ব্যাটে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।
টস জিতে ব্যাট করতে নামা বরিশাল বিজয়-প্রিটোরিয়াসদের ব্যাটে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন ডোয়াইন প্রিটোরিয়াস। ২৯ বলের ইনিংসে চার ছয় ও দুই ছক্কা হাঁকান তিনি। ওপেনার বিজয় করেন ২৮ রান। ২২ রান আসে সাকিবের ব্যাট থেকে। ১৮ রান করেন করিম জান্নাত।
খুলনার হয়ে সাইফুদ্দিন ৪টি, নাসুম ও হাসান ২টি করে উইকেট লাভ করেন।
১৭০ রানের টার্গেটে খেলতে নামা খুলনা টাইগার্স মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহানের ব্যাটে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। তরুণ ব্যাটার জয় ৬৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন। ৪৩ বলের ইনিংস সাজিয়েছেন পাঁচ চার ও দুই ছয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন অপরাজিত থাকেন সোহান। ৩৭ রান করেন ওপেনার এন্ড্রি বার্লবিনি।
বরিশালের হয়ে খালেদ ও চাতুরাঙ্গা ডি সিলভারা ১টি করে উইকেট লাভ করেন।
১২ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল। সমান ম্যাচে খুলনার জয় ৩। তাদের পয়েন্ট ৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post