স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচেও বড় রান সংগ্রহ করলো ভারত। শুবমান গিল ও ঋতুরাজের ব্যাটে চড়ে ভারতীয় দল ৪ উইকেটে ১৮২ রান তুলেছে।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল। ব্যাট হাতে নেতৃত্বও দেন সামনে থেকে। অধিনায়কের হাফ সেঞ্চুরির সঙ্গে ঋতুরাজ গায়কোয়াডের ব্যাটে ভারত ৪ উইকেটে ১৮২ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন গিল। ৪৯ বলের ইনিংস সাজিয়েছেন সাত চার ও তিন ছক্কায়। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন ঋতুরাজ। চার চার ও তিন ছক্কায় ২৮ বলে ৪৯রান করেছেন তিনি। এছাড়াও ৩৬ রান করেছেন জয়স্বী জসওয়াল।
জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ও মুজারাবানি ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post