স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আবারও পয়েন্ট টেবিলের তিনে উঠল বার্সেলোনা। গত রাতে তারা হারিয়েছে আলাভেসকে। প্রতিপক্ষের মাঠে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছে কাতালানরা। এই জয়ের ফলে আবারও তিন নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।
২২তম মিনিটে ইল্কাই গিনদোয়ানের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে বল আলাভেসের জালে পাঠান রবার্ত লেভানডফস্কি। ৪৯ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করেন আগের গোলে এসিস্ট করা গিনদোয়ান। বক্সের ভেতর থেকে ক্রস বাড়ান পেদ্রি, ছুটে গিয়ে দূরের পোস্ট থেকে চমৎকার কোণাকুণি ভলিতে গোলটি করেন ৩৩ বছর বয়সী এই জার্মান তারকা। তবে সেই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান কমিয়ে ফেলে আলাভেস। ডানদিক থেকে সোলার ক্রসে জড়াল হেডে গোল আদায় করেন আলাভেসের নাইজেরিয়ার বংশোদ্ভূত ফরোয়ার্ড ওমোরোদিওন।
৫৯ মিনিটে গিনদোয়ানের বদলি হিসেবে ভিক্টর রকিকে নামান জাভি। ৬৩ মিনিটের মাথায় গোল করে করে ব্যবধান ফের বাড়ান তিনি। আরেক বদলি খেলোয়াড় হেক্টর ফোর্তের কাটব্যাক থেকে বাঁ পায়ের কোণাকুণি শটে গোলটি করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সার জার্তিসে এটি তার দ্বিতীয় গোল। গত ম্যাচে ওসাসুনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামার পরের মিনিটেই গোল করে দলকে জিতিয়েছিলেন রকি। এদিকে ম্যাচ শেষে রক্ষণভাগের ভালো পারফরম্যান্সের মধ্যেই হঠাৎ ভুলে গোল হজম করায় বিরক্ত বার্সা কোচ জাভি।
ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা দেখিয়েছি কীভাবে লড়তে হয় এবং রক্ষণে আমরা আজকে বেশ আঁটসাঁট ছিলাম। দুঃখজনক যে এর মধ্যেও গোলটি হজম করে ফেলি আমরা। ২-০ গোলে এগিয়ে গিয়েছিলাম, ম্যাচ ছিল নিয়ন্ত্রণে। কিন্তু এর পরপরই ওরা গোল করে ফেলে। বক্সের ভেতর আমরা বাজেভাবে ডিফেন্স করেছি তখন, এটা আমাকে হতাশ করেছে। কারণ অনেক কষ্ট করে আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম। তবে সব মিলিয়ে আমরা ভালো খেলেছি ও পরিণত পারফরম্যান্স দেখিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post