স্পোর্টস ডেস্কঃ লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ায় নির্ভার রিয়াল মাদ্রিদ। শনিবার গ্রানাডার বিপক্ষে তাই ‘অচেনা’ ফুটবলারদের নিয়ে একাদশ সাজান কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ম্যাচের একাদশ থেকে ১০ জনকেই গ্রানাদা ম্যাচে রাখেননি তিনি। তবুও জয় আটকায় নি রিয়ালের। দুটি গোল করেছেন ব্রাহিম দিয়াজ, একটি করে ফ্রান্সিসকো গার্সিয়া ও আর্দা গুলের।
৩৮তম মিনিটে গ্রানাডার জাল খুঁজে নেন গার্সিয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গুলের। দ্বিতীয়ার্ধের শুরুতে একক প্রচেষ্টার গোলে স্কোরলাইন ৩-০ করেন দিয়াজ। ৪৮তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গ্রানাদার তিন খেলোয়াড়কে এড়িয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান দিয়াজ। এ নিয়ে লা লিগায় রিয়ালের কাছে টানা ১৬ ম্যাচে হারল গ্রানাডা। লা লিগা ইতিহাসে একটি দলের নির্দিষ্ট একটি প্রতিপক্ষের কাছে টানা হারে এটি দ্বিতীয় বাজে। ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে রায়ো ভাইয়োকানো রিয়ালেরই কাছে হেরেছিল টানা ১৭ ম্যাচ।
এদিকে চলতি লিগে ৩৫ ম্যাচে ২৮ জয় ও ছয় ড্রয়ে ৯০ পয়েন্ট রিয়ালের। ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে স্রেফ ২১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে গ্রানাডা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post