স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংস শেষে বড় স্কোর দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া দল। যদিও মন মতো পাঁচশ রান ছুঁতে পারেনি সফরকারীরা। এদিকে ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন উসমান খাজা। সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যামেরন গ্রিন।
আগের দিন ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন পার করেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকেই আজ আবার ব্যাটিংয়ে নামে অজিরা। উসমান খাজা ও ক্যামেরন গ্রিন আগের দিনের মতো বেশ ভালোই চালাচ্ছিলেন নিজেদের জুটিকে। দলীয় ৩৭৮ রানের মাথায় গিয়ে ভাঙে তাদের ২০৮ রানের অনবদ্য জুটি।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১৪ রানে আউট হন গ্রিন। ১৭০ বলের ইনিংসে ১৮ বাউন্ডারি হাঁকান তিনি। এরপর উইকেটে এসে ডাক মেরে ফিরে যান অ্যালেক্স ক্যারি। দ্রুতই বিদায় নেন মিচেল স্টার্কও। দলের রান চারশ পার করে প্যাভিলিয়নের পথ ধরেন উসমান খাজা। আক্ষেপ সঙ্গী করে ১৮০ রানে আউট হন তিনি। ৪২২ বলে ২১ বাউন্ডারিতে সাজান নিজের ইনিংস।
৮ উইকেট হারিয়ে দ্রুতই অলআউটে শঙ্কা জাগলেও, নবম উইকেটে ৭০ রানের দুর্দান্ত এক জুটি গড়েন দুই টেল এন্ডার ব্যাটার নাথান লায়ন ও টড মারফি। সেই জুটিতে ভর করেই সাড়ে চারশ পার করে পাঁচশ রানের স্বপ্ন দেখে অজিরা। যদিও শেষ পর্যন্ত আর সেটি হয়নি। ১৬৭ ওভার ২ বল ব্যাটিং করে ৪৮০ রানে গুঁটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯৬ বলে ৬ বাউন্ডারিতে ৩৪ রান করেন লায়ন। ৬১ বলে ৫ বাউন্ডারিতে ৪১ রান করেন মারফি।
ভারতের হয়ে একাই ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে ৩২তম বারের মতো ৫ উইকেটের দেখা পান তিনি। মোহাম্মদ শামি লাভ করেন ২টি উইকেট।
অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ভারতের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৩৬ রান। স্বাগতিকরা পিছিয়ে আছে ৪৪৪ রানের বিশাল ব্যবধানে। অধিনায়ক রোহিত শর্মা ১৭ ও শুভমান গিল ১৮ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post