স্পোর্টস ডেস্ক:: দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাগাড় গড়ছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রিভসের সেঞ্চুরি, আথানেজ ও লুইয়ের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে বাংলাদেশের ঘাড়ে বড় রানের বোঝা চাপাচ্ছে স্বাগতিক। দ্বিতীয় দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিরতির আগ পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৩৯ ওভারে আট উইকেটে ৪১৫ রান।
সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন গ্রিভস।চতুর্থ ও অস্টম উইকেটে বড় জুটি গড়ে স্বাগতিকরা। আগে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা চতুর্থ উইকেটে আথানেজ ও লুইয়ের দারুণ জুটিতে তুলে নেয় ১৪০ রান। দু’জনেই সেঞ্চুরির কাছকাছি গিয়ে ফিরেছেন প্যাভেলিয়নে। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি লুই। খেলেছেন ২১৮ বলে ৯৭ রানের নান্দনিক এক ইনিংস। নয় চার ও এক ছক্কায় সাজান সেঞ্চুরি মিসের আক্ষেপের ইনিংসটি।
তিন রানের জন্য লুই সেঞ্চুরি মিসের ম্যাচে ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন আথানেজ। খেলেছেন ৯০ রানের হার না মানা এক ইনিংস। ১৩০ বলের ইনিংসটি সাজিয়েছেন দশ চার ও এক ছক্কায়। ২৫ রান করেন কেভিন হজ। তাদের বিদায়ের পর অষ্টম উইকেটে জুটি গড়েন রোচ ও গ্রিভস। দু’জনের জুটি থেকেো আসে ১৪০ রান। ৪৭ রান করা রোচের বিদায়ের পর গ্রিভস অপরাজিত থাকেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অপরাজিত আছেন ১০৯ রানে। জসুয়া ডি সিলভা করেছেন ১৪ রান। ৪ রানে ফিরেছেন আলজারি জোসেফ।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তিনটি, তাসকিন দু’টি, তাইজুল ও মিরাজ একটি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০