স্পোর্টস ডেস্ক:: গায়ানার গ্লোবাল সুপার লিগে অংশ নিতে দেশ ছাড়ছে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি খেলতে যাচ্ছে বিদেশের টুর্নামন্ট। যেখানে প্রতিপক্ষ পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশের ফ্র্যাঞ্চাইজিরা। বিশ্বের পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে আগামি ২৬ নভেম্বর থেকে শুরু হবে গ্লোবার সুপার লিগ।
রংপুর রাইডার্স দুই ভাগে গায়ানায় যাবে। প্রথম দলটা ঢাকা ছাড়বে আগামিকার রোববার। ঢাকা ছাড়ার আগে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্লোবার সুপার লিগে সুযোগ পাওয়াটা বড় বিষয়। এই সুযোগটা তারা কাজে লাগাতে চান। ভালো পারফর্ম করে ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ তৈরি করতে চান।
গ্লোবার সুপার লিগে বাংলাদেশের খেলোায়াড়দের জন্য বড় একটা সুযোগ মনে করেন সোহান। রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এখানে অংশ নেওয়া।
ভবিষ্যতেও যেনো এরকম সুযোগ আসে সেই চেষ্টা করবেন জানিয়ে সোহান বলেন, ‘একই সঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।’
প্রস্তুুতি ও গায়ানার উইকেট নিয়ে সোহান আরো বলেন, ‘সত্যি বলতে আমরা জাতীয় লিগের ম্যাচ খেলছিলাম। শেষ চারদিন আমরা একসঙ্গে অনুশীলন করেছি। আমার কাছে মনে হয় ওখানে (গায়ানা) গিয়ে তিন চারদিন অনুশীলনের একটা সুযোগ পাবো।আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে (গায়ানা) খেলেছিলাম। গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’
গ্লোবাল সুপার লিগে খেলা শেখার বড় একটা সুযোগ মন্তব্য করে তিনি আরো বলেন, ‘এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর এনসিএলে টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে। সব মিলিয়ে এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারবো। আর টি-টোয়েন্টি জিনিসটা এমন, আমরা যত খেলবো, অভিজ্ঞতা বলেন বা সবকিছু বলেন। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারবো। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০