নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে টানা হারের বৃত্তে থাকা সিলেট স্ট্রাইকার্স অবশেষে পেয়েছে জয়ের দেখা। নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। শুক্রবার ঘরের মাঠে স্বাগতিকদের জয় ৩ উইকেটের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাত করে ১৯৩ রানের বড় পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস। রান তাড়ায় জাকির হাসানের ফিফটি ও অধিনায়ক আরিফুল হকের ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত হয় সিলেটের।
বড় লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় সিলেট। রাহকিম কর্নওয়াল কোনো রান না করেই ফেরেন মুস্তাফিজুর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। আরেক ওপেনার জর্জ মুন্সেও আজ ইনিংস বড় করতে পারেন নি। মাত্র ১১ রানে ফেরেন তিনি। তিনে নেমে দারুণ ব্যাট করেন জাকির হাসান। দুর্দান্ত সব শটে ফিফটি হাঁকান এই বাঁহাতি। জাকিরের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে সিলেট। যদিও মিডল অর্ডারে অ্যারন জোন্স ও নাহিদুল ইসলাম বড় ইনিংস খেলতে পারেন নি।
তাতে খানিকটা চাপে পড়ে গিয়েছিল সিলেট। জাকের আলী অনিক ও রনি তালুকদার সেই চাপ সামাল দেন। জাকের করেন ১৭ বলে ১ চার ও ১ ছক্কায় ২৪ রান। রনির ব্যাট থেকে আসে ২০ বলে ৪ চারে ৩০ রান। শেষ দিকে ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৮ রানের ক্যামিও ইনিংস সিলেটের জয় নিশ্চিত করেন অধিনায়ক আরিফুল হক। জাকির হাসান জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় তিনি সাজান এই ইনিংস।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় ঢাকা। রাকিম কর্নওয়ালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন এই ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলে নেয় ঢাকা। দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা লিটন দাস দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তাকে সঙ্গ দেন মুনিম শাহরিয়ার। পাওয়ারপ্লে থেকে ৫৬ রান তোলে ঢাকা। ২৯ বলে ১ ছক্কা ও ৬ চারে ফিফটি পূর্ণ করেন লিটন। মুনিমের ফিফটি আসে ৪৬ বলে। লিটন ৪৩ বলে ৭৩ রান করেন ১০ চার ও ১ ছক্কায়। মুনিম আউট হন ৪৭ বলে ৫২ রান করে। তার ইনিংসে ছিল ১ ছক্কা ও ৭ চার। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান এবং থিসারা পেরেরা। ১০ বলে ২৩ রান করেন সাব্বির। থিসারার ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান। আগের ম্যাচে ফিফটি হাঁকানো সাব্বির আজ ছক্কা মারেন ৩টি। পেরেরার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা।
সিলেটের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। রিস টপলি এবং তানজিম সাকিব নিয়েছেন একটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০