নিজস্ব প্রতিবেদকঃ আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। বন্দর নগরীতে মাঠে নামার আগে সুখবর পেল প্রতিযোগিতার অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ (বুধবার) চট্টগ্রামে দলটির সাথে যোগ দিয়েছে পাকিস্তানের রহস্যময় লেগ-স্পিনার আবরার আহমেদ। এর আগে কুমিল্লার অলরাউন্ডার মোহাম্মদ নবী, পেসার ফজলহক ফারুকি এবং ব্যাটার ডেভিড মালান চলে গেলেন আইএলটি২০’তে।
কুমিল্লার হয়ে বিপিএল খেলতে বুধবারই চট্টগ্রামে এসে পৌঁছেছেন ২৪ বছর বয়সী আবরার। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। বিপিএলে খেলবেন এবারই প্রথম। এদিকে উইন্ডিজের উইকেটকিপার ব্যাটার চাদউইক ওয়াল্টনও আজ যোগ দিয়েছেন কুমিল্লা শিবিরে। এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে এই ক্যারিবিয়ান ক্রিকেটারের।
এদিকে এবারের বিপিএলে এখন পর্যন্ত জয়ের পথ খুঁজে পায়নি লিটন দাস, মোস্তাফিজুর রহমানদের নিয়ে গড়া কুমিল্লা। দুই ম্যাচে জয় অধরা চ্যাম্পিয়নদের। চট্টগ্রাম পর্বে কুমিল্লার প্রথম ম্যাচ ১৪ জানুয়ারি। তারা মুখোমুখি হবে ফরচুন বরিশালের। ইতোমধ্যে চট্টগ্রামে দলের সাথে যোগ দিয়েছেন ওয়াল্টন-আবরার দুজনেই। বৃহস্পতিবার দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে দুজনের।
গত ডিসেম্বরে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক আবরারের। অভিষেকেই তিনি ছড়িয়েছেন দ্যুতি। এক ইনিংসে নিয়েছেন ৭ উইকেট, ম্যাচে ১১ উইকেট। এখনো পর্যন্ত খেলা ৪ টেস্টে তার উইকেট সংখ্যা ২৮ টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট ১৯টি। পিএসএল খেলার অভিজ্ঞতা নিয়ে এবার বিপিএল মাতানোর অপেক্ষায় এই বোলার।
এদিকে ওয়াল্টন বিপিএলের পরিচিত মুখ। এর আগে মাঠ মাতান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান ব্যাটার ১৮১টি স্বীকৃত টি-টোয়েন্টিতে রান করেছেন ৩৪৪২। খেলার অভিজ্ঞতা আছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এসপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। আইপিএলেও ডাক পেয়েছিলেন এই ডানহাতি ক্রিকেটার। উইন্ডিজের জার্সিতে তিন ফরম্যাটে খেলেছেন এক সময়। জাতীয় দলের হয়ে ২০১৮ সালে সবশেষ মাঠে নামেন ওয়াল্টন। বাংলাদেশের বিপক্ষে সেই টি-টোয়েন্টি ম্যাচের পর আর সুযোগ পান নি তিনি।
Discussion about this post