নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। এর আগে দুপুর দেড়টায় নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টসও।
যেখানে জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামতে হতো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
তবে ম্যাচের নির্ধারিত শুরুর সময় দুপুর ২টা পেরিয়ে গেলেও, এখন পর্যন্ত মাঠে নামতে পারেনি দুই দল। কেননা চট্টগ্রামে এখন বৃষ্টি চলছে। যার ফলে ম্যাচ শুরু করা যায়নি। ঝড়ো বৃষ্টি শুরু হয় হুট করে ম্যাচের আগে। প্রচণ্ড বেগে বাতাস ছিল।
তবে ধীরে ধীরে কমে আসছে বৃষ্টির প্রকোপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি একেবারেই কমে এসেছে। এমনকি সাগরিকার আকাশে রোদের দেখাও মিলেছে। রোদ-বৃষ্টির খেলা বললে, ভুল হবে না। যদিও মাঠে উইকেটের কভার ঢেকে আছে এখন পর্যন্ত। পর্যবেক্ষণ করতে মাঠে আসেননি ম্যাচ অফিসিয়ালরা। তাই ম্যাচ শুরু হবে কখন, সেটা বলা মুশকিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post