স্পোর্টস ডেস্কঃ গোলমেশিন খ্যাত আর্লিং হল্যান্ডের অনবদ্য হ্যাটট্রিকে উলভারহ্যাম্পটনকে সহজেই হারাল ম্যানচেস্টার সিটি। রোববার পেপ গার্দিওলার দল জিতেছে ৩-০ গোলে। সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে চতুর্থ হ্যাটট্রিকের স্বাদ পেলেন হলান্ড।
ইতিহাদে ৪০ মিনিটে হলান্ড গোলের দরজা খোলেন। তাকে গোল করান কেভিন ডি ব্রুইনে। ওই তার শুরু। এরপর ৫৪ মিনিটের মধ্যে ‘ম্যাচ শেষ’ করে দেন দীর্ঘদেহী তরুণ এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। প্রথম গোলটি ছয় গজ বক্সের মুখে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ওপর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন তিনি।
৫০তম মিনিটে সফল স্পট কিকে দ্বিতীয় গোলটি করেন হলান্ড। ইলকাই গিনদোয়ানকে ডি-বক্সে রুবেন নেভেস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। চার মিনিট পরেই রিয়াদ মাহরেজের বাড়ানো বল ধরে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তারকা। প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র ১৯ ম্যাচ খেলে দ্রুত চার হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টারে আসা এই নাম্বার নাইন।
এই জয়ে লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান আপাতত ২ পয়েন্টে কমিয়ে এনেছে সিটি। ২০ ম্যাচে গার্দিওলার দলের ৪৫ পয়েন্ট। সিটির চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল দিনের পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post