স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগ শেষে বড় দুঃসংবাদ শুনতে হয় বার্সেলোনাকে। চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ দলের সেরা তারকা পেদ্রিকে পাচ্ছে না কাতালানরা। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে আগামী ৪ সপ্তাহ এই মিডফিল্ডার থাকবেন মাঠের বাইরে।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত বৃহস্পতিবার রাতের ম্যাচের ৪১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পেদ্রি। এই স্প্যানিয়ার্ডের চোটের ব্যাপারে বার্সা জানায়, ডান ঊরুর পেশিতে চোট পেয়েছেন তিনি। এই চোটের কারণে একাধিক ম্যাচ মিস করবেন তিনি।
বার্সেলোনা আজ (১৯ ফেব্রুয়ারি) লা লিগায় কাদিজের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৩ ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের ফিরতি ম্যাচ খেলবে তারা। ২৬ ফেব্রুয়ারি লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের দল।
২ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রে’র এল ক্লাসিকোয় মাঠে নামবে কাতালানরা। ৫ মার্চ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ও সানমামাসে ১২ মার্চ অ্যাথলেতিক বিলবাওর সঙ্গে খেলবে তারা। এই ম্যাচগুলো খেলা হবে না পেদ্রির। ধারণা করা হচ্ছে ১৯ মার্চ ন্যু ক্যাম্পে কোপা দেল রে’র ফিরতি লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে থাকতে পারবেন এ তরুণ।
লা লিগায় ২১ ম্যাচে ১৮ জয় ও ২ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে জাভির দল। দুই নম্বর স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post