স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আফগানিস্তান-নেদারল্যান্ডস দুই দলই ঘটিয়েছে অঘটন। আজ তারা মুখোমুখি হচ্ছে একে অন্যের বিপক্ষে। শুক্রবার লখনৌয়ের ইকানা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হচ্ছে আফগানিস্তান ও নেদারল্যান্ডসের লড়াই।
এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফেভারিটের জায়গা দখল করে আছে আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে হারের পরও তারা কোণঠাসা হয়নি আফগানিস্তান। উল্টো আরও শক্তিশালী হয়ে ফিরে পাকিস্তানের মতো দলকে নাকানি-চুবানি খাইয়ে সেমিফাইনালের স্বপ্নে আশার পাল লাগিয়েছে।
এরপর শ্রীলঙ্কাকে একপ্রকার বলে-কয়ে হারিয়েছেন মোহাম্মদ নবি-রশিদ খানরা। তাতে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দারুণ অবস্থানে দলটি। আজ তাদের সামনে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের পর বাংলাদেশকেও হারানো ডাচরা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। তাই একটি জমজমাট লড়াই হবে বলেই ধরে নেওয়া যায়। এই ম্যাচে একাদশে চার স্পিনার নিয়ে মাঠে নেমেছে আফগানরা।
এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। বিক্রমজিত সিংয়ের জায়গায় দলে ফিরেছেন ওয়েসলি বারেসি। আফগান দলেও আছে এক পরিবর্তন। নাভিন উল হকের জায়গায় দলে ফিরেছেন নূর আহমেদ। সাথে আছেন মোহাম্মদ নবি-রশিদ খান-মুজিব উর রহমান। পেসার হিসেবে আছেন ফজলহক ফারুকি ও আজমাতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তান একাদশ- রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী ও নূর আহমদ।
নেদারল্যান্ডস একাদশ- ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক ও অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।
Discussion about this post