স্পোর্টস ডেস্কঃ চেনা ছন্দে নেই বায়ার্ন মিউনিখ। লিগে গত ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে লাৎসিওর বিপক্ষেও হেরেছে তারা। এবার লিগে পুঁচকে দল বোচুমের বিপক্ষেও হারের মুখ দেখতে হয়েছে টমাস টুখেলের দলকে। গত রাতে বাভারিয়ানদের ৩-২ গোলে হারিয়েছে বোচুম।
এই হারের পর শিরোপার বাস্তব সম্ভাবনা দেখছেন না বায়ার্ন কোচ টমাস টুখেল। তবে গত মৌসুমে শেষ সময়ে শিরোপা জয় থেকে এবার প্রেরণা খুঁজছেন তিনি। টুখেল বলেন, ‘এখন এটা (শিরোপা) আর খুব বাস্তবসম্মত মনে হচ্ছে না। তবে গত মৌসুমে আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখে গেছি এবং সেটির পুরস্কার পেয়েছি। এবারও আমরা চেষ্টা করে যাব।’
এদিকে বায়ার্নের থেকে ৮ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বায়ার লেভারকুসেন। যারা এ মৌসুমে লিগে টানা ২২ ম্যাচ অপরাজিত। তাতে রেকর্ডের খাতায় নাম উঠছে তাদের। বুন্দেসলিগার কোনো দলের সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ডটি এত দিন পর্যন্ত এককভাবে দখলে ছিল বায়ার্নের। গতকাল রাতে হাইডেনহেইমকে ২-১ গোলে হারিয়ে সেই রেকর্ডে এখন ভাগ বসিয়েছে লেভারকুসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post