স্পোর্টস ডেস্কঃ ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। গত বছর আগস্টে বাঁ হাঁটুতে এসিএল চোট পেয়ে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। সেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন। তারপর অপেক্ষা ছিল রিয়ালে স্কোয়াডে ফেরার। কিন্তু কোর্তোয়ার দুর্ভাগ্য, ডান হাঁটুর মিনিসকাসে চিড় ধরায় মাঠে ফিরতে আরও অপেক্ষা করতে হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, চোট পেয়ে কাঁদতে কাঁদতে রিয়ালের অনুশীলন গ্রাউন্ড ভালদেবেবাজ ছেড়ে যান কোর্তোয়া।
আগামী এপ্রিলের শুরুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে কোর্তোয়াকে পাওয়ার আশায় ছিল রিয়াল। তাদের জন্য বড় ধাক্কা হয়ে এলো দলের প্রথম পছন্দের গোলরক্ষকের নতুন চোট। এর আগে ২০১৮ সালে রিয়ালে যোগ দেন তিনি। ২০২২ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের জয়ে একাই ৯টি সেভ করেছিলেন তিনি। এদিকে মাদ্রিদের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত কোর্তোয়া খেলেছেন ২৩০ ম্যাচ। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post