স্পোর্টস ডেস্ক:: সাফে রাশিয়া অন্তর্ভূক্ত হওয়ার পর থেকেই দলটি ফেবারিট। অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও ফেবারিট হয়ে ঢাকায় এসেছিলো রাশিয়া। স্বাভাবিক ভাবেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। বয়স ভিত্তিক ফুটবলে এবার আর শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।
তবে ভারতকে টপকে রানার্সআপ হয়েছে স্বাগতিকরা। মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল ‘ড্র’ করেছে নেপাল অনূর্ধ্ব-১৭ নারী দলের কাছে। দিনের অন্য ম্যাচে রাশিয়া ভারতকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।
চার ম্যাচের সব ম্যাচ জেতা রাশিয়া ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দুই ম্যাচ জেতা বাংলাদেশ ড্র করেছে এক ম্যাচ। ৭ পয়েন্টে রানার্সআপ হয়েছে স্বাগতিকরা। ভারত ৬ পয়েন্ট নিয়ে সাফের বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে তৃতীয় হয়েছে।
নেপালের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামা বাংলাদেশ হারতে বসেছিলো। নেপালি মেয়েরা গোল দিয়ে লিড নিয়ে নেয়। পরে বাংলাদেশ গোল শোধ করে ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post