নিজস্ব প্রতিবেদক:: আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো। অসুস্থ ছেলের পাশে থাকতে টেস্ট না খেলার সম্ভাবনা ছিলো বাংলাদেশের ড্যাশিং ওপেনারের।
তবে অনিশ্চয়তা কাটিয়ে তামিম একাদশেই আছেন। মিরপুরের হোম অব ক্রিকেটে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিংয়ে নেমেছেন। স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান সফরকারীদের কাছে টস হেরেছেন।
সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটিতে বাংলাদেশ মাঠে নেমেছে সাত ব্যাটসম্যান ও চার স্পেশালিস্ট বোলার নিয়ে। একাদশে ফিরেছেন খালেদ আহমদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের টস জিতেছে আয়ারল্যান্ড। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সিরিজের একমাত্র টেস্টটিতে আগে ফিল্ডিং করবে টাইগাররা। সাকিব আল হাসানের দল একাদশে সাত ব্যাটার ও চার বোলার নিয়ে মাঠে নেমেছে।
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দলটি খেলছে চতুর্থ টেস্ট। পাঁচ বছর টেস্টে নামা আইরিশরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ একাদশ:: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ:: মুরে কামিন্স, জেমস ম্যাককুলাম, অ্যান্ডি বালবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফের, লোরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রেইন, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post