স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় তুলে নিয়েছে লিভারপুল। এ জয়ে ইয়ুর্গেন ক্লপের দল উঠে এলো লিগ টেবিলের শীর্ষে। বার্নলির মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে অল রেডরা। দারউইন নুনেজ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জটা।
ম্যাচ শেষে জটার প্রশংসা আলাদাভাবে করেছেন ক্লপ। পর্তুগিজ ফরোয়ার্ড পুরো দলের চিত্র বদলে দেন বলে মত তাঁর। ক্লপ বলেন, ‘আমি জটাকে ভালোবাসি, কিন্তু সে আগেও সুযোগ মিস করেছে। এটা এমন একটা ব্যাপার যা আমরা সবসময় দেখতে চাই, সবসময় এমন কিছু খেলোয়াড় যারা খেলার মধ্যে থাকে না এবং তারপর হুট করে তারা সব পরিবর্তন করতে পারে। দিয়োগো আমাদের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে থাকার ফলে পুরো দলের গতি বদলে গেছে।’
ক্লপ আরও বলেন, ‘আজ (গতকাল) সে যে গোলটি করেছে, সেটা এমন একজন করতে পারে যার দৃঢ় বিশ্বাস আছে। অবশ্যই ভালো টেকনিক, কিন্তু তার দৃঢ় বিশ্বাস থাকার কারণ হল গত কয়েক সপ্তাহে পুনর্বাসনে থাকায় (নিজেকে নিয়ে) কোনো ধরনের সংশয় সৃষ্টি হওয়ার সুযোগ হয়নি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post