স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়েছে গতকাল। কাল মঙ্গলবার শেষ ম্যাচ। তার আগে আজ সোমবার অধিনায়ক সাকিব আল হাসান হেলিকপ্টারে করে গেলেন মাগুরায়। সফর সঙ্গী পেসার তাসকিন ও ব্যাটার সোহান। জাতীয় দলের দুই সতীর্থকে নিয়ে ২ ঘন্টায় মাগুরা ঘুরে এসেছেন টি-২০ অধিনায়ক।
রোববার ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচটি জিতলেই ইংলিশদের বাংলাওয়াশ করবে টাইগাররা। সোমবার দলের অনুশীলন ছিলো না। হোটেলে বিশ্রামেই ছিলেন ক্রিকেটাররা।
এদিন দুপুরে সাকিব হেলিকপ্টারে করে মাগুরায় যান। দুপুর ১টায় সাকিবের হেলিকপ্টার পুলিশ লাইন্স মাঠে নামে। সেখান থেকে সাকিব সোজা সাবরেজিষ্ট্রি অফিসে যান। সেখানের কাজ শেষ করে নিজের বাড়িতে যান। এসময় তাসকিন ও সোহান ছিলেন তার সঙ্গী।
সাকিবের বাবা মাশরুর রেজা জানিয়েছেন, শহরের ভায়না এলাকায় তার এবং সাকিবের নামে একটি জমি রয়েছে। সেই জমি বিক্রি করে দেওয়া হয়েছে। জমির রেজিষ্ট্রি কাজেই সাকিব আল হাসান মাগুরায় এসেছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post