নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে আন্তর্জাতিক ফুটবল সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে জামাল ভূইয়াদের প্রতিপক্ষ সিশেলস জাতীয় ফুটবল দল। শুরুতে তিন জাতির সিরিজ ছিল। বাংলাদেশ ও সিশেলসের পাশাপাশি ব্রুনেই জাতীয় দলের আসার কথা ছিল। তবে শেষ মূহুর্তে না আসার ঘোষণা দিয়েছে ব্রুনেই।
যার ফলে তিন জাতি থেকে দুই জাতির সিরিজের নেমে এসেছে লড়াই। সিশেলসের সাথে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটি মাঠে গড়াচ্ছে শনিবার। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল পৌনে ৪টায় শুরু হবে ম্যাচ। এর আগে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলকে এক প্রকার কঠোর বার্তাই দিয়েছেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৯২ নম্বরে থাকা বাংলাদেশ মাঠে নামবে ১৯৯ নম্বরে থাকা সিশেলসের বিপক্ষে। দুই দলেরই র্যাঙ্কিং দুইশ ছুইছুই। তবে সাত ধাপ এগিয়ে থেকে তুলনামূলক শক্তিশালী বাংলাদেশ। তার উপর ঘরের মাঠে খেলা। তবুও রাজমিস্ত্রি-জাহাজের তত্ত্বাবধায়কদের নিয়ে গড়া অপেশাদার দলটির বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুুতির কমতি রাখেনি বাংলাদেশ।
কিছুদিন আগে সৌদি আরবে গিয়ে দশদিনের অনুশীলন ক্যাম্প করেছে। দু’টি দলের সাথে খেলেছে প্রস্তুুতি ম্যাচও। সেখান থেকে বাংলাদেশে এসে সিলেটে প্রায় এক সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ শিবির। আর সব মিলিয়ে তাই এই ম্যাচ জিততে মরিয়া কাবরেরা। গণমাধ্যমকে জানিয়েছেন জয়ই একমাত্র লক্ষ্য, কোনো ধরনের অজুহাত দিতে চান না তিনি।
কাবরেরা বলেন, ‘আমাদের দেখিয়ে দিতে হবে, আমরা জিততে পারি। এই নিয়ে কোনো অজুহাত চলবে না। আমাদের দল হিসেবে ভালো খেলতে হবে, যেন এই দলকে নিয়ে গর্ব হয়। আশা করছি আমরা ভালো করবো। আমাদের লক্ষ্য জয়, এখানে ব্যবধান কোনো বিষয় নয়। শুধুমাত্র জয়ই নয়, আমাদেরকে দেখিয়ে দিতে হবে আমরা উন্নতিও করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post