নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলের জার্সিতে দারুণ শুরু পেয়েছেন জাকের আলি অনিক। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝোড়ো ফিফটি হাঁকান ডানহাতি এই ব্যাটার। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দারুণ খেলেন জাকের। ফিনিশারের ভূমিকায় খেলে দ্যুতি ছড়িয়েছেন তিনি। যার রেশ ধরে রাখেন জাতীয় দলেও। তাতে বেশ মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘সে কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি। শুধু এবারের বিপিএলেই দেখেছি। সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ-ছয়-সাতে ব্যাটিং করবেন। কারণ, বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post