স্পোর্টস ডেস্কঃ ব্যাটারদের ব্যর্থতার ম্যাচে মাটি কামড়ে টিকে ছলেন জাকের আলি অনিক। শেষদিকে রকিবুল হাসান উইকেটে এসে দ্রুত কিছু রান বাড়িয়ে দেন। তবুও এশিয়ান গেমসের সেমিফাইনালের লড়াইয়ে নির্ধারিত ২০ ওভারে ৯৬ রানের বেশি করতে পারল না বাংলাদেশ।
শুক্রবার সকালে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে একশোর আগে থেমেছে সাইফ হাসানের দল। ঝেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছিল বিপাকে। তবে একপ্রান্ত আগলে ২৯ বল খেলে ২৪ রান করেন অনিক। রকিবুল ৬ বলে ১৪ রান করে ফিরেন।
পাওয়ার প্লেতে মাত্র ২১ রান করতে বাংলাদেশ হারায় ৩ উইকেট। প্রথম দশ ওভারে মাত্র ৪০ রান ছিল ৪ উইকেটে। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট সাই কিশোরের। ওয়াশিংটন সুন্দর দুই, তিলক ভার্মা শাহবাজ, রবি,আরশেদীপ সিং একটি করে উইকেট নেন। জিততে হলে ভারতের দরকার ১২০ বলে ৯৭ রান।
দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়ের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৮ রান। ইনিংসের ৫ম ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। শাই কিশোরের বলে মিড অনে জয়সওয়ালের হাতে ধরা পড়েন জয়। সাজঘরে ফেরার আগে করেছেন ১০ বলে ৫ রান। অধিনায়ক সাইফ হাসানও টিকতে পারলেন না (১)। ব্যর্থ হয়েছেন আরেক তরুণ ব্যাটার জাকির হোসেনও (০)।
তিলক বার্মার বলে আউট হওয়ার আগে পারভেজ ইমন করেন ৩২ বলে ২৩ রান। এদিকে ১৭তম ওভারের আগে বাংলাদেশ একটি চারও মারতে পারেনি। ১৭তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে রকিবুল ২টি চার মারেন। ওই দুটি চারই হয় বাংলাদেশের ইনিংসে। ছক্কা হয় ৪টি। তার দুটি মারেন ইমন। একটি ছক্কা হাঁকান জাকের।
বাংলাদেশের একাদশ- পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, শাহাদাত হোসেন, জাকের আলি (উইকেটকিপার), রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ ও রিপন মন্ডল।
ভারতের একাদশ- রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, আর সাই কিশোর, রবি বিষ্ণোই ও আর্শদীপ সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post