স্পোর্টস ডেস্ক:: ভরা যৌবনে ছিলেন বাংলাদেশের গোলপোস্টের অতন্দ্র প্রহরী। জীবনের শেষ বেলায় এসে সেই তিনি ধুঁকে ধুঁকে শেষের পথে। জাতীয় দলের ফুটবলার, অথচ জীবন-মরণে পাচ্ছেন না বাফুফেকে। তার পাশে দাঁড়াতে হলো ক্রিকেট বোর্ডের সভাপতিকে। জাতীয় দলের সাবেক গোলরক্ষক মহসিনের চিকিৎসার ব্যবস্থা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এক সময়ে দাপুটে গোলরক্ষক মহসিন। জাতীয় দলের গোলবার সামলেছেন বহুদিন। সেই তিনি রোগে-শোকে কাতর। জীবনের ‘কঠিন’ সময় পার করছেন। পাচ্ছেন না প্রয়োজনী চিকিৎসাও। অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুপথ যাত্রী ছিলেন।
গণমাধ্যমে খবর দেখে লন্ডনে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মহসিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বোর্ডের সিইও নিজাম উদ্দীন চৌধুরীকে নির্দেশ দিয়েছেন সব ব্যবস্থা করতে।
অথচ মহসিন ছিলেন ফুটবলার, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের যেখানে এগিয়ে আসা উচিত ছিলো সবার আগে, বাফুফেকে যার পাশে পাওয়ার কথা ছিলো, সেই তিনিই সাহায্য পাচ্ছেন ক্রিকেট বোর্ড থেকে।
ঢাকার ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের অধিনায়কও ছিলেন গোলরক্ষক মহসিন। ১৯৮০’র দশকে ফুটবল ক্যারিয়ার শুরু করা এই গোলরক্ষক ১৯৮২ থেকে ৯৫ পর্যন্ত জাতীয় দলের গোলরক্ষক ছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post