নিজস্ব প্রতিবেদকঃ গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলেন তামিম ইকবাল। কিন্তু ফিটনেস ইস্যুতে আর বিশ্বকাপে খেলা হয়নি তার। এরপর সদ্য শেষ হওয়া বিপিএলে তাঁর অধিনায়কত্বেই ফরচুন বরিশাল প্রথমবারের মতো শিরোপা জিতেছে। আর দলের শিরোপা জয়ের বিপিএলে তামিমের ব্যাট থেকেই এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান।
বিপিএলে সর্বোচ্চ রান করে ম্যান অব দা টুর্নামেন্ট হওয়ার অভিজ্ঞ ওপেনার তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রসঙ্গ উঠে আসছে আবার। তবে তাকে ফেরানো যে সহজ হবে না, সেটিও ফুটে উঠল অভিজ্ঞ ওপেনারের কথায়। তামিম বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই (নতুন প্রধান নির্বাচকের সঙ্গে)। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত…আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’
তবে জাতীয় দলে ফিরতে হলে কিছু বিষয়ের সমাধান চাওয়ার ইঙ্গিত দিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়ত শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়ত দুই বছর খেলব। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে। এখনও যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post