স্পোর্টস ডেস্কঃ সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। তবে উইকেটরক্ষক এই ব্যাটার নেতৃত্ব তো হারিয়েছেনই, এখন দলেও নেই। দরজায় কড়া নাড়ছে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সেই দলে জায়গা হয়নি সোহানের। টাইগারদের এই তারকার অবশ্য এই নিয়ে মনে কষ্ট রয়েছে।
তবে আবারও জাতীয় দলে ফিরতে চান সোহান। জানিয়েছেন, জাতীয় দল সবসময়ই গর্বের জায়গা। দলের বাইরে যখন থাকেন, খারাপ লাগে তার। যদিও এখনও বিশ্বাস করেন দলে ফেরার সুযোগ আবারও আসবে সোহানের।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘জাতীয় দল অবশ্যই গর্বের জায়গা আমার কাছে। খুব বেশি খারাপ লাগে যখন বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করব জায়গাটা ফেরত পাওয়ার। ক্রিকেটটা খেলছি জাতীয় দলে খেলার জন্যই….যেটা বললাম গর্বের বিষয়। বিপিএলটা ভালো গেছে এবং প্রিমিয়ার লিগটাও মোটামুটি ভালো গেছে। আমার কাছে মনে হয় যখন সুযোগটা আসবে, সেটা কতটা কাজে লাগাতে পারছি এটা আসলে গুরুত্বপূর্ণ।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৪১’র বেশি গড়ে ৪৯৫ রান করেছেন সোহান। এর আগে বিপিএলে ২৫’র বেশি গড় ও প্রায় ১৩০ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post