স্পোর্টস ডেস্ক:: হারতে হারতে যখন বিধ্বস্ত বার্সেলোনা, তখনি দলটির দায়িত্ব কাঁধে নেন জাভি হার্নান্দেজ। এরপরই চমক দেখাতে থাকলেন তিনি। এবারতো লা লিগার শিরোপা অনেকটাই নিশ্চিতই করে ফেলেছে তার দল।
ক্যাম্প ন্যুতে প্রথমবার এল ক্লাসিকোতে নেমেছিলো জাভির দল। কোচ হিসেবে ঘরের মাঠে প্রথম এল ক্লাসিকোতেই জিতে গেছেন জাভি। তার দল বার্সেলোনা ২-১ গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা অনেকটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছে।
রাতের ম্যাচে লা লিগার শিরোপা অনেকটা নিশ্চিতই করে ফেললো দলটি। এই জয়ে শিরোপর রেসে থাকা রিয়ালের সঙ্গে ১২ পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে বার্সা। ২৬ ম্যাচে জাভির দলের পয়েন্ট ৬৮। সমান ম্যাচে রিয়ালের ৫৮। বাকী থাকা ১২ ম্যাচে বার্সার সঙ্গে ১২ পয়েন্টের এই ব্যবধান কমিয়ে শিরোপা লড়াইয়ে ফেরা রিয়ালের জন্য কঠিনই বটে।
ম্যাচের শুরুতেই বার্সেলোনা পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে। নবম মিনিটে রোনাল্ড আরাউজো নিজেদের জালেই বল জড়ান। রিয়াল মাদ্রিদ তাতে এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধের শেষ মূহুর্ত পর্যন্ত এগিয়ে থাকে রিয়াল।
বিরিতর টিক আগে বার্সাকে সমতায় ফেরান সার্জিও রবার্তো। আত্মঘাতী গোলে শুরুতেই পিছিয়ে পড়া দলকে ম্যাচের ৪৫তম মিনিটে ম্যাচে ফেরান এই তারকা। ১-১ স্কোর লাইন করেই বিরতিতে যায় জাভির দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দু্ই দলই মরিয়া হয়ে উঠে। আক্রমণ পাল্টা আক্রমণও করে বেশ। তবে কেউ সুবিধা করতে পারছিলো না। রিয়াল মাদ্রিদ জালের দেখা পাচ্ছিলো না স্বাগতিকদের।
ম্যাচের শেষ মূহুর্তে বদলী নামা ফ্রাঙ্ক কেসিকে পূর্ণ পয়েন্ট এনে দেন বার্সাকে। ড্র’তে নির্ধারিত সময় শেষ হওয়া ম্যাচে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ এক গোল করেন ফ্রাঙ্ক কেসি। তাতেই নিশ্চিত হয় বার্সেলোনার ২-১ গোলের জয়।
৬৬ ম্যাচ খেলা বার্সেলোনা জিতেছে ২২ ম্যাচ। দু’টি করে ‘ড্র’ আর হারে তাদের পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ১৭ জয়ের সঙ্গে পাঁচ ‘ড্র’ ও চার হারে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post