স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফিলিস্তিন ও বাংলাদেশ। কুয়েতের জাবেদ আল-আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচের আগে সৌদি আরবে দুই সপ্তাহ প্রস্তুতি নেওয়ায় কুয়েতের কন্ডিশন তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দুই সপ্তাহ অনুশীলন করেছেন সৌদি আরবে। সেখান থেকে রোববার কুয়েতে পৌঁছে বাংলাদেশ গতকাল (সোমবার) প্রথম অনুশীলন করেছে। প্রথম অনুশীলন শেষে কোচ কাবরেরা বলেছেন, ‘সৌদি আরবে দুই সপ্তাহের অনুশীলন শেষে কুয়েত পৌঁছানোর পর প্রথম দিনটি বিশ্রামেই ছিল ফুটবলাররা। এই প্রথম পূর্ণ অনুশীলন করিয়েছি। অনুশীলনসহ এখানকার অন্যান্য সুযোগ-সুবিধা ভালো। বিশেষ করে ট্রেনিং মাঠটি খুবই ভালো। এখন আমরা ফিলিস্তিনের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত। দলটি সম্পর্কে আমাদের ধারণা আছে। তারা এখন ফর্মের তুঙ্গে আছে। ফিলিস্তিনের বিপক্ষে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জেরই।’
এদিকে রিয়াদে ক্যাম্প করার ফলে কুয়েতের কন্ডিশন কাবরেরার কাছে কোনো ‘ইস্যু’ নয়। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনও সুর মেলালেন কোচের সঙ্গে। জানালেন, ফিলিস্তিন ম্যাচের জন্য অধীর আগ্রহে ক্ষণ গোনার কথাও। তিনি বলেন, ‘এখানে আবহাওয়াটা গুরুত্বপূর্ণ। কুয়েত ও সৌদি আরবে সন্ধ্যার পর একই রকম আবহাওয়া থাকে। একদিন বিশ্রামের পর হাই ইনটেনসিটি ট্রেনিং ছিল (আজ)। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সবাই ফিট ও উদগ্রীব ফিলিস্তিন ম্যাচের জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post