স্পোর্টস ডেস্কঃ প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেলেন উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মা। মূলত সঞ্জু স্যামসন চোটের কারণে ছিটকে যাওয়ায় ডাক পড়েছে জিতেশের। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা এই ডানহাতি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের বাকি দুটির দলে ডাক পেয়েছেন।
বুধবার রাতে এক বিবৃতিতে জিতেশকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। এদিকে প্রথম টি-টোয়েন্টিতে বাম হাঁটুতে চোট পান স্যামসন। পরের ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে পুনে না গিয়ে মুম্বাইয়েই থেকে যান তিনি। তাই খেলা নিয়ে শঙ্কা ছিলই। বুধবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে দেয়, চলতি সিরিজে আর খেলা হচ্ছে না তার।
বিসিসিআই তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘প্রথম টি-টোয়েন্টিতে সীমানার কাছে একটি বলে ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে চোট পেয়ে সিরিজ শেষ হয়ে গেছে স্যামসনের। মুম্বাইয়ে তার স্ক্যান করানো হয়েছে এবং বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছে। বিসিসআইয়ের চিকিৎসকদল তাকে বিশ্রাম নেওয়ার ও পুনর্বাসনের পরামর্শ দিয়েছে।’
স্যামসনের জায়গায় সুযোগ পাওয়া জিতেশ ৭৬ টি-টোয়েন্টিতে প্রায় দেড়শ স্ট্রাইকার করেছেন ১ হাজার ৭৮৭ রান। একটি সেঞ্চুরির সঙ্গে আছে নয়টি ফিফটি। ৫৪ ক্যাচের সঙ্গে আছে আছে ১২ স্টাম্পিং। গত আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ১২ ম্যাচে ২৩৪ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। স্ট্রাইক রেট ১৬৪-র কাছাকাছি ছিল জিতেশের।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারত টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিষান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দিপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, আকসার প্যাটেল, আর্শদিপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভাম মাভি ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post