নিজস্ব প্রতিবেদকঃ ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে অভিষেকের অপেক্ষায় আছেন তানজিদ হাসান তামিম। এছাড়া চোট কাটিয়ে দেড় বছর পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন।
প্রথম তিন ম্যাচে নেই সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এর মধ্যে সৌম্য নেই চোটের কারণে। সাকিবও শুরুতে খেলবেন না বলে জানা গিয়েছিল। তবে মুস্তাফিজের না থাকা চমকেরই বটে। কারণ আইপিএল থেকে ১ মে ফেরানো হচ্ছে এই বাঁহাতি পেসারকে। ধারণা করা হচ্ছে ওয়ার্কলোড কমাতেই তাকে দলে রাখেননি নির্বাচকরা।
আগামী ৩ মে থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৭ মে একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। সেই ম্যাচগুলো হবে যথাক্রমে ১০ এবং ১২ মে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post