স্পোর্টস ডেস্কঃ জিম আফ্রো টি-টেন লিগে হারের স্বাদ পেলেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। গত রাতে টাইগার পেসার তাসকিন আহমেদের দল বুলাওয়ে ব্রেভস হেরেছে কেপটাউন স্যাম্প আর্মির কাছে। এদিকে আরেক ম্যাচে মুশফিকের দল জোবার্গ বাফেলোস হার দেখেছে ডারবান কালান্দার্সের বিপক্ষে।
আগে ব্যাট করা বুলাওয়ে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দারুণ শুরু এনে দিয়েছিলেন বেন ম্যাকডারমট ও কোবে হার্ফট। ১৭ বলে ২ চার ও ২ ছয়ে ২৭ রান করা ম্যাকডারমটকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কেপটাউনের পিটার হাটজোগলু। একই ওভারের চতুর্থ ওভারে ৯ বলে ১৮ রান করা হার্ফটকেও ফেরান তিনি।
এরপর ৮ বলে ৮ রান করে রানআউট হয়ে যান বুলাওয়ের টার্নার। এক ওভার পরে এসেই জোড়া শিকার করেন টম কুরান। পরপর দুই বলে ফেরেন ৬ রান করা ওয়েবস্টের ও রানের খাতা না খোলা রায়ান বার্ল। অধিনায়ক সিকান্দার রাজা ফেরেন ১৮ বলে ১৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় কেপটাউন। আগের ম্যাচে দারুণ বোলিং করা তাসকিন শূন্য রানেই ফিরিয়ে দেন রহমানুল্লাহ গুরবাজকে।
ভানুকা রাজাপাকসেকে দ্রুত ফিরলেও তাদিওয়ানাসে মারুমানি ও ম্যাথিউ ব্রিটজকি মিলে দারুণ জুটি গড়েন। তাতে ১৯ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় কেপ টাউন। ২১ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৩ রান করে অপরাজিত থাকেন মারুমানি। ১৩ বলে ৫ চারে ২৯ রান করেন ব্রিটজকি।
ব্রেভসের পক্ষে তাসকিন ২ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন। এর আগে নিজের প্রথম ম্যাচেও তিনি পান ১ উইকেট। তবে এখন পর্যন্ত টি-টেন লিগে তাঁর সেরা ফিগার ১১ রানে ৩ উইকেট, প্রতিপক্ষ ছিল জোবার্গ বাফেলোস। ২১ জুলাই হারারেতে এই বোলিং ফিগার অর্জন করেছিলেন বাংলাদেশের তারকা এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post