নিজস্ব প্রতিবেদকঃ ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পে ১৭ ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রা সংস্থা। যেখানে নাম নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ক্যাম্প।
১৭ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তানভীর ইসলামদেরও। আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। একই দিন চট্টগ্রামে ক্যাম্প শুরু হওয়ার কথা বাংলাদেশ দলেরও। তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক ও মোহাম্মদ রিশাদ হোসেনও ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে।
ক্যাম্পে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান, সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। আগামী ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরবেন এই বাঁহাতি। আর সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। সাকিব ও মুস্তাফিজের বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, সাকিব এই মাসের শেষে ফিরবে। ডিপিএলে ১টা ম্যাচ খেলে জাতীয় দলের সাথে অনুশীলন ক্যাম্পে ঢুকে যাবে। ২৮ তারিখ দল দিলে জানা যাবে সাকিবকে কত ম্যাচের জন্য পাওয়া যাবে। অন্যদিকে মুস্তাফিজ আইপিএল থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুস্তাফিজ থাকছেন না বলে নিশ্চিত করা হয়েছে।
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প– নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post