স্পোর্টস ডেস্কঃ আইসিসির জুলাই মাসে পুরুষ বিভাগের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড পেসার গাস আ্যাটকিনসন। এদিকে নারী বিভাগের সেরা নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ভারত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ড পেসার চার্লি ক্যাসেলকে টপকে সেরার স্বীকৃতি পান অ্যাটকিনসন। অন্যদিকে আতাপাত্তু পেছনে ফেলেছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে।
গত মাসে উইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে আলো ছড়ান ইংল্যান্ডের পেসার অ্যাটকিনস। তিন ম্যাচের সিরিজে তার শিকার ২২ উইকেট। এর মধ্যে লর্ডসে অভিষেক ম্যাচেই নেন ১২টি। ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে যা দ্বিতীয় সেরা। পরে নটিংহ্যামে দুই ইনিংসে নেন দুটি করে উইকেট। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অ্যাটকিনসনের শিকার ৬ উইকেট। সিরিজটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পথে তার ছিল বড় অবদান।
এদিকে আতাপাত্তু এ নিয়ে তৃতীয়বার আইসিসির মাস সেরা হলেন। নারীদের মধ্যে তিনবার করে এ পুরস্কার জিতেছেন শুধু উইন্ডিজের হেইলি ম্যাথুস এবং অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা, যাতে সামনে থেকে নেতৃত্ব দেন আতাপাত্তু। টুর্নামেন্টে ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করার পাশাপাশি ৩টি উইকেটও নেন। যার স্বীকৃতি হিসেবে টুর্নামেন্ট–সেরার পুরস্কার পান। এবার তিনি স্বীকৃতি পেলেন আইসিসি থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০