স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত জয়। বৃহস্পতিবার রাতে দ্বিতীয়ার্ধের নজরকাড়া পারফরম্যান্সে জিতে পয়েন্ট টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে ছিল সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দারুণভাবে।
হুলিয়ান আলভারেজ আর আর্লিং হলান্ড এনে দেন সমতা, এরপর জোড়া গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন রিয়াদ মাহরেজ। এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল সিটি। ১৯ ম্যাচ খেলে গার্দিওলার দলের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলে আর্সেনালের পয়েন্ট ৪৭। ১৯ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি।
সিটির সমান ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে নিউক্যাসল ইউনাইটেড। ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহ্যাম। গতরাতের ম্যাচটি ছিল গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত হওয়া ম্যাচগুলোর একটি। প্রথমার্ধের শেষদিকে তিন মিনিটে দুই গোল করে টটেনহ্যাম।
৪৪ মিনিটে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের ভুল গোল পায় টটেনহ্যাম। এই গোলরক্ষক দুর্বল পাস দেন বক্সের মাথায় রদ্রির উদ্দেশ্যে। তবে বল নিয়ন্ত্রণে নিয়ে রদ্রিগো বেন্তানকুর পাস দেন দেজান কুলুসেভস্কিকে। বাকিটা সারেন সুইডিশ মিডফিল্ডার। এরপর হেডে ব্যবধান বাড়ান এমেরসন। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পার্সদের ২ গোলের লিড এনে দেন এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। ব্যবধান কমায় সিটি। দুই মিনিট পরই সমতা আনেন হলান্ড। ৬৩তম মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিকের দুরূহ কোণ থেকে শটে লক্ষ্যভেদ করেন মাহরেজ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলজেরিয়ার এই ফরোয়ার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post