স্পোর্টস ডেস্ক:: জোড়ায় জোড়ায় গোলের ম্যাচ। শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়া বেতিস ঘুরে দাঁড়ালো পরপর দুই গোল করে। অতিরিক্ত সময়ে আবারো জোড়া গোল। এবার আর পারলো না বেতিস। ছয় গোলের ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে নিয়েছে জাভির দল।
২-২ গোলে সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময়ে টরেসের হ্যাটট্রিক আর জোয়া ফিলিক্সের গোলে বার্সার ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
ম্যাচের প্রথমার্ধেই টরেসের গোলে লিড নেয় বার্সেলোনা। ২০তম মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পিছিয়ে বেতিস প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর খেলা শুরু হলেই টরেস জোড়া গোল পূর্ণ করে বসেন। ম্যাচের ৪৮তম মিনিটে তার গোলে বার্সা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপরই পরপর দুই গোলে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বেতিস। ম্যাচের ৫৬তম মিনিটে ইসকোর প্রথম গোলে ব্যবধান কমানো দলটি ৫৯তম মিনিটে সমতায় ফেরে। জোড়া গোল পূর্ণ করেন ইসকো।
সমতায় থাকা ম্যাচ এগুচ্ছিলো নিষ্পত্তির পথে। নির্ধারিত সময়েও ম্যাচ থেকে যায় ২-২ গোলের সমতায়। এরপরই জ্বলে উঠেন জোয়া ফিলিক্স। ৯০তম মিনিট ব্যবধান ৩-২ করেন তিনি। এর মিনিট দুই পর জোড়া গোল দাতা টরেস হ্যাটট্রিক পূর্ণ করেন। ৯২তম মিনিটে জাভির দল এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। আর ঘুরে দাঁড়াতে পারেনি বেতিস। শেষ মূহুর্তে পয়েন্ট হাতছাড়া করে মাঠ ছাড়ে দলটি।
লা লিগায় ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইলে জিরোনা। ৫১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রিয়াল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post