নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সেই ম্যাচ। এর আগে ইতিমধ্যেই টস হয়ে গেছে।
আর সেই টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে চারিথ আসালঙ্কার নেতৃত্বাধীন লঙ্কানরা।
এই ম্যাচেও একই একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। নেই কোনো পরিবর্তন। সিরিজে ফিরতে আগের ম্যাচের সবার উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
তবে শ্রীলঙ্কার একাদশে এসেছে একটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন আকিলা ধনাঞ্জয়া। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দিলশান মধুশঙ্কা।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
চারিথ আসালঙ্কা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, দিলশান মধুশঙ্কা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post