নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে টানা এগারো হারের লজ্জায় ডুবল দুর্দান্ত ঢাকা। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১০ রানে হেরেছে তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫৯ রান করে চট্টগ্রাম। জবাব দিতে নেমে ১৪৯ রানে থামে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
রান তাড়ায় খেলতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় ঢাকা। ইংল্যান্ডের এডাম রসিংটনকে ১ ও সাব্বির হোসেনকে শূন্যতে আউট করেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। শুরুতেই চাপে পড়া ঢাকাকে লড়াইয়ে ফেরান ওপেনার মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রস। ৪৬ বলে ৫১ রানে জুটি গড়েন তারা। ৩টি চারে ২৯ রান করা নাইমকে থামিয়ে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন পেসার শহিদুল ইসলাম।
পাঁচ নম্বরে নামা জিম্বাবুয়ের শন উইলিয়ামস ৯ রানে ফেরেন। ৩৮ বলে হাফ-সেঞ্চুরি করেন রস। ১৭তম ওভারে পেসার সালাউদ্দিন শাকিলের বলে আউট হন ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৫৫ রান করা এই ব্যাটার। রস যখন ফিরেন তখন ১৮ বলে ৪২ রান দরকার পড়ে ঢাকার। কিন্তু শেষ ১৮ বলে ৩১ রান তুলতে পারেন মোসাদ্দেক হোসেন ও ইরফান শুক্কুর। ৫টি চারে ১৮ বলে অনবদ্য ২৯ রান করেন মোসাদ্দেক। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ইরফান। চট্টগ্রামের শুভাগত ২টি উইকেট নেন। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন তানজিদ হাসান তামিম। তিনিই হন ম্যাচসেরা খেলোয়াড়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post