স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় হারের হতাশায় বছর শেষ করল আর্সেনাল। এতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে বছর শেষ করতে পারল না তারা। উল্টো ২০ ম্যাচে ৪০ পয়েন্টে আটকে থেকে চারে নেমে গেল। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া লিভারপুল শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে।
লিভারপুলের সমান ৪২ পয়েন্ট অ্যাস্টন ভিলারও। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ভিলা আছে দুইয়ে। তিনে আছে ম্যানচেস্টার সিটি। শিরোপাধারীরা এক ম্যাচ কম খেলেছে। ২০ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ্যাম। রোববার প্রতিপক্ষের মাঠে প্রথমে গোল করেও হেরেছে আর্সেনাল। ফুলহ্যামের মাঠে তাদের হার ২-১ গোলে।
প্রথমার্ধে বুকায়ো সাকা আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রাউল জিমেনেজ। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ফুলহ্যামের ববি ডি করডোভা-রেইড। তাতে লিগে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল গানাররা, জয়হীন রইল টানা তিন ম্যাচে। অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে এমিরেটসে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল মিকেল আর্তেতার দল।
ম্যাচের ৫ মিনিটে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন ফরোয়ার্ড সাকা। তবে লিডটা ২৪ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি এমিরেটস স্টেডিয়ামের দলটি। ২৯ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান জিমেনেজ। এরপর আর কোনো গোল না হলে ১-১ গোলে বিরতিতে যায় দুই দল। বিরতি শেষে মাঠে নেমে বল পজিশনে এগিয়ে থাকলেও কাজের কাজ করতে পারেনি গানাররা। উল্টো ৫৯ মিনিটে গোল হজম করে বসে তারা। ফুলহ্যামকে জয়সূচক গোলটি এনে দেন রেইড। শেষ আধা ঘণ্টা মরিয়া প্রচেষ্টা চালিয়েও গোল শোধ দিতে পারেন অতিথিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post