স্পোর্টস ডেস্ক:: সিরিজ শুরুর আগের দিন টিম মিটিংয়ে গিয়েও সাকিবকে পাননি নাজমুল হাসান পাপন। এবার দ্বিতীয় দফায় বৃহস্পতিবার টিম হোটেলে গিয়েও তিনি এই তারকা ক্রিকেটারকে পেলেন না।
সিরিজ শুরুর আগে সাকিব-তামিমের গ্রুপিং নিয়ে কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার তিনি টিম মিটিংয়ে যান। সেদিন সাকিব একটি বিজ্ঞাপনী কাজে ব্যস্ত থাকায় মিটিংয়ে থাকতে পারেননি।
বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল হেরেছে তিন উইকেটে। ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছে। এরপর বৃহস্পতিবার আবারো নাজমুল হাসান পাপন গেলেন টিম হোটেলে। এদিনও তিনি পেলেন না সাকিবকে। এই তারকা ক্রিকেটার ব্যস্ত বিজ্ঞাপনী কাজে।
সাকিব না পেলেও সমস্যা দেখছেন না বোর্ড প্রধান। ফোনেই কথা বলেছেন জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন ‘সাকিবের সঙ্গে ফোনে কথা হয়ৈছে। আমি এখানে আসব জেনে ও ফোন করল ও একটু বাইরে। ওর দেরি হবে আসতে। ও আমাকে বলছিল ‘আপনি ৯টার পরে আসেন।’ আমি তাকে বললাম ‘দেখ যখন কাজে আছে থাক। আমার তেমন কোন কিছু বলার নাই। আমি এমনিই এসেছি ওদের সঙ্গে কথা বলে যাচ্ছি। তোমার সঙ্গে রাত্রে কথা বলব টেলিফোনে।’ আমি বলেছি টেলিফোনে কথা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post