স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। সোমবার রাওয়ালপিন্ডিতে কিউইদের জয়ের নায়ক মার্ক চ্যাপম্যান। স্মরণীয় এক সেঞ্চুরিতে পাকিস্তানের আশা গুঁড়িয়ে অবিশ্বাস্যভাবে দলকে জয় এনে দেন তিনি। ১৬৫.৭১ স্ট্রাইক রেটে ২৯০ রান করে সিরিজের সেরা হয়েছেন এই ব্যাটার।
গতরাতে মাত্র ৫৭ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন চ্যাপম্যান। এমন পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। আগামী ২৭ ও ২৯ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের তিনটি অনুষ্ঠিত হবে করাচিতে ৩, ৫ ও ৭ মে।
চ্যাপম্যানের দলভুক্ত করা প্রসঙ্গে কিউই হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘পুরো টি-টোয়েন্টি সিরিজ জুড়ে চ্যাপম্যানের পারফরম্যান্স অত্যন্ত আকর্ষণীয় ছিল। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলিং আক্রমণের বিরুদ্ধে মার্ক যেভাবে খেলেছে তা দারুণ কিছু। আমাদের ওয়ানডে দলে এমন শক্তিশালী ফর্মে থাকা কাউকে যোগ করতে পেরে আমরা খুশি।’
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড- টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বউস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হ্যানরি, বেন লিস্টার, কোল ম্যাককনি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস। রাচিন রবীন্দ্র, হ্যানরি শিপলি, ইস সোধি, ব্লাইয়ার টিকনার ও উইল ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post