স্পোর্টস ডেস্কঃ বিশ্বসেরা গতিমানব ও জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে ঘোষণা দিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বোল্ট। ক্রিকেট নিয়ে তার আবেগের কথাও জানিয়েছেন আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
বোল্ট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়ায় আমি রোমাঞ্চিত। ক্রিকেট আমার জীবনের একটা অংশ, খেলাটি সব সময় আমার হৃদয়ের বিশেষ এক জায়গা নিয়ে আছে। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের অংশ হতে পেরে নিজেকে সম্মানিতবোধ করছি। বিশ্বকাপে শক্তি ও উদ্যম নিয়ে কাজ করতে এবং সারা বিশ্বে খেলাটি ছড়িয়ে দিতে উন্মুখ হয়ে আছি।’
বিশ্বের দ্রুততম মানব বোল্ট ২০০৯ সালে ১০০ মিটারে যে রেকর্ড গড়েন, সেই ৯.৫৮ সেকেন্ডের টাইমিং এখনও কেউ ভাঙতে পারেনি। দ্রুততম ২০০ মিটার দৌড়ের রেকর্ডও বোল্টের দখলেই (১৯.১৯ সেকেন্ড) রয়েছে। ২০১৭ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানান বোল্ট। এদিকে, আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ। ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো কোনো সংস্করণের বিশ্বকাপ ২০ দলের আয়োজন করছে আইসিসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post