স্পোর্টস ডেস্কঃ গেল বছরের আগস্ট-সেপ্টেম্বরে ইউএস ওপেনের খেলার কথা ছিল ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জার। ইউএস ওপেন খেলেই বিদায় নেওয়ার কথা ছিল টেনিস থেকে। তবে সেখানে খেলতে পারেননি পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী।
মূলত ইনজুরির কারণে ইউএস ওপেনে খেলা হয়নি সানিয়ার। তবে এবার নিজের অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন ডাবলসের সাবেক নাম্বার ওয়ান। আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ে হতে যাওয়া ডব্লিউটিএ ১০০০ ইভেন্টেই শেষবারের মতো কোর্টে নামবেন। মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া এই কথা ঘোষণা দিয়েছেন।
এর আগে অবশ্য সানিয়াকে চলতি মাসেই আরও একটি টুর্নামেন্টে দেখা যাবে। কাজাখস্তানের আনা দানিলিনার সাথে জুটি বেঁধে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা ডাবলস খেলবেন ৩৬ বছর বয়সী টেনিস তারকা। এই অস্ট্রেলিয়ান ওপেনই হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post