নিজস্ব প্রতিবেদকঃ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এর মাঝেই বড় আলোচনা চলছে তাসকিন আহমেদকে নিয়েছে। একাধিক দেশি-বিদেশি গণমাধ্যমে এসেছে, জাতীয় দলের এই তারকা পেসার টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
বিসিবির কাছে দেওয়া চিঠিতে তাসকিন জানিয়েছেন, তিনি আর দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে খেলতে চান না। শুধুমাত্র সাদা বলের ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি। তার এই চাওয়ার কারণ মূলত, টানা ইনজুরির ধকল থেকে মুক্তি পেতে। ওয়ার্কলোড কমাতে তিনি টেস্ট থেকে সরে দাঁড়াতে চান।
বিসিবি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এই ব্যাপারে। বিপিএলের পরই তাসকিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছে বোর্ড। এর আগে বিসিবির মেডিকেল টিমের সাথেও কথা বলবে বিসিবি। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
তবে সবকিছুর পরও আসন্ন শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলতে পারবেন কি-না তাসকিন, সেই নিয়েও শঙ্কা আছে। দীর্ঘ মেয়াদে না হলেও, অন্তত সাম্প্রতিক সিরিজগুলোতে লাল বলের ক্রিকেটে তাসকিনকে দেখা যাওয়া নিয়ে সংশয় রয়েছে।
দীর্ঘ দিন ধরেই চোট সমস্যায় ভুগছেন তাসকিন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে সেটি তীব্র হয় আবার। বিশ্বকাপে ম্যাচ মিস করেছেন, যখন আবার খেলতে নেমেছেন তখন স্বাচ্ছন্দ্যে বল করতে পারেননি। সবশেষ নিউজিল্যান্ড সফর মিস করেছেন এই ইনজুরির কারণে। রিহ্যাবে ছিলেন। বিপিএল দিয়ে আবারও ফিরেছেন। সেখানেও চোট ভোগাচ্ছে। তবে আগের থেকে অনেকটাই ভালো অবস্থানে আছেন এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post