স্পোর্টস ডেস্কঃ টানা দুইবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার খুব কাছে গিয়েও তা আর ছোঁয়া হলো না ভারতের। এবারের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা হেরেছে ২০৯ রানের ব্যবধানে। হারের পর অদ্ভুত এক দাবি জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক ম্যাচের পরিবর্তে তিন ম্যাচে খেলার দাবি জানান তিনি।
রোহিত শর্মা বলেন, ‘গত দু’বছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল। আমি চাইব, ফাইনাল অন্তত তিন ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফাইনাল তিন ম্যাচের করা হলে, সেটাই চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে একেবারে সঠিক হবে।’
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচ কেন ১৬ ম্যাচের হলেও আপত্তি নেই অজি অধিনায়ক প্যাট কামিন্সের। তিনি বলেন, ‘আমরা এরমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছি। টেস্ট চ্যাম্পিয়নশিরপের ফাইনাল শুধু তিন ম্যাচের সিরিজ নয়, ১৬ ম্যাচের সিরিজও হতে পারে। অলিম্পিকে কিন্তু খেলোয়াড়রা পদক জেতার জন্য একবারই সুযোগ পায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post