স্পোর্টস ডেস্ক:: লিভারপুলের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলো চেলসি। তবে জেতার জন্য তাদেরকে ট্রান্সফার ফি’র নতুন ‘রেকর্ড’ গড়তে হয়েছে। ইকুয়েডরের তারকা মিডফিল্ডার মোইসেস কাইসেদোকে শেষ পর্যন্ত চেলসিই দলে নিলো।
ব্রাইটন এন্ড হোব অ্যালবিয়ন থেকে চেলসি মোইসেসকে নিজেদের করে নিলো। সেজন্য ট্রান্সফার ফিতে চেলসিকে খরচ করতে হয়েছে ১১ কোটি ৫০ লাখ পাউন্ড। যা ব্রিটিশ ফুটবলে রেকর্ড ফি। এর আগে গত জানুয়ারিতে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে এনসো ফের্নান্দেসকে দলে নিয়ে আগের রেকর্ডটি ভেঙে ছিলো ক্লাবটি।
এক বছরের মধ্যে দ্বিতীয়বার ট্রান্সফার ফি’র রেকর্ড ভাঙলো চেলসি।মোইসেসকে দলে নেওয়ার চেষ্টায় ছিলো লিভারপুল। তবে শেষ পর্যন্ত তারা পারেনি। ক্লপ দু’দিন আগেও বলছিলেন, ইকুয়েডরের এই তারকার ক্লাবের সাথে তাদের সমঝোতা শেষ পর্যায়ে।
কিন্তুু সেই সমঝোতা আর শেষ হলো না। চেলসিই নিজেদের করে নিলো তাকে। রেকর্ড ট্রান্সফার ফি খরচ করে চেলসি অবশ্য মোইসেস কাইসেদোকে দলে নিয়েছে লম্বা সময়ের জন্য। ৮ বছরের জন্য এই তারকার সাথে চুক্তি করছে ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post