স্পোর্টস ডেস্ক:: দেশের নিস্ক্রিয়, অকার্যকর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) কমিটিগুলো ভেঙে দিতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে যেসব জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা পলাতক বা গ্রেফতার হয়ে আছেন সেসব ডিএফএ কমিটি ভেঙে দিচ্ছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভাতে নিস্ক্রিয় থাকা ২৯টি জেলা কমিটি (ডিএফএ) ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে চলা বাফুফে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ডিসেম্বরের শেষ দিকে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাফুফের বর্তমান নির্বাহী কমিটির প্রথম সভায় গঠিত ডিএফএগুলোর মনিটরিং কমিটি ৩৬টি ডিএফএর কমিটির ব্যাপারে পর্যালোচনা করে ২৯টির কমিটি ভেঙে দেওয়ার সুপারিশ করে। সভায় সেসব কমিটি ভেঙে দেওয়া হয়। সভায় রেফারিদের সম্মানি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অনেক দিন ধরে পারিশ্রমিক আটকে থাকায় দেশের শীর্ষ পর্যায়ের রেফারিদের ক্ষোভ ছিল। সভায় রেফারিজ একাডেমি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি ২০২৫ থেকে প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য রেফারিদের ভাতা তিন হাজার থেকে চার হাজার টাকায় উন্নীত করা হয়েছে। ভাতা বাড়ানো হয়েছে সহকারী রেফারিদেরও। ম্যাচ পরিচালনা করতে যাওয়া–আসার খরচও দেওয়া হবে তাঁদের। ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) অংশগ্রহণের জন্য ক্লাবগুলোর লাইসেন্সিং উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেনের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর কমিটি ভেঙে দিয়েছে। এবার তাদের দেখানো পথেই এগুলো ফুটবল সংস্থারগুলোর অভিভাবক সংস্থা বাফুফে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০