স্পোর্টস ডেস্কঃ শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। যেখানে ডেজার্ট ভাইপার্সের প্রধান কোচ জেমস ফস্টার গেল ছয় মাস ধরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আইএল টি-টোয়েন্টি ঘিরেই তার এই ব্যস্ততা। ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি ও সিইও ফিল ওলিভারের সঙ্গে সম্ভাব্য সেরা দল গোছাতে কাজ করে যাচ্ছেন। এই সময়টা কেমন কেটেছে এবং দল নিয়ে প্রত্যাশা কী, সেটা জানিয়েছেন ফস্টার। শিরোপা জেতার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী এই কোচ।
ফস্টার বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য বড় প্রস্তুতি ছিল। জুলাইয়ে আমি মনে করেছিলাম অনেক দূরে আছি, কিন্তু এখন আমরা এখানে। আমি খুবই আনন্দিত। আমি ভাগ্যবান যে আমাদের সাপোর্ট স্টাফরা অনেক অভিজ্ঞ। আমার ও খেলোয়াড়দের উন্নতির জন্য এটা দারুণ সময় এবং বড় সুযোগ। নতুন ব্যক্তিদের সঙ্গে ধারণা ভাগাভাগি করে সেগুলো নিজেদের খেলায় প্রয়োগ করতে হবে।’
ফস্টারের অন্যতম মূল দায়িত্ব হবে দল বাছাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনিংস ওপেন করবেন কে সেটা ঠিক করা। অধিনায়ক কলিন মুনরো, বিশ্বকাপ জয়ী অ্যালেক্স হেলস নাকি অ্যাডাম লিথ, কে? এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই প্রসঙ্গে কোচ বলেন, ‘আমি, কলিন মুনরো ও টম মুডি একসঙ্গে বসবো। প্রথম ম্যাচের জন্য সঠিক লাইন আপ কোনটা সে ব্যাপারে ছক কষব।’
রোববার শারজাহর বিপক্ষে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ফস্টার, তার চোখ নিজেদের শক্তিমত্তায়। ফস্টার বলেন, ‘আপনাকে আপনার দলের কথা মনে রাখতে হবে এবং খেলোয়াড়দের কথাও, তাদের শক্তি কী সেটা চিন্তা করতে হবে। শুধু প্রতিপক্ষকে নিয়ে বাড়াবাড়ি রকমের ভাবনা ভাবা যাবে না। একই সঙ্গে আপনার পরিকল্পনা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আপনি পুরোপুরি প্রস্তুত।’
ডেজার্ট ভাইপার্স এবারের শিরোপা জিতবে? ফস্টারের এক কথায় জবাব, ‘একশ ভাগ’।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post