স্পোর্টস ডেস্ক:: পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনাল হারের পর ড্রেসিং রুমে অঝোরে কেঁদেছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ সিরাজ থেকে বাদ যাননি কেউ। ফাইনাল শেষের পর ভারতীয় ড্রেসিং রুম স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়েখার হয়।
স্টেডিয়াম ছাড়ার সময়ও ভারতীয় ক্রিকেটারদের কাঁদতে দেখা যায়। কেঁদে কেঁদে টিম বাসে উঠেন সিরাজ, রাহুলরা। ফাইনালের আগ পর্যন্ত অপরাজিত থাকা ভারত শিরোপার লড়াইয়ে পেরে উঠেনি। বিশ্বকাপে প্রথম হারেই তাদের সর্বনাশ হয়েছে। প্যাট কামিন্সের দল ৬ উইকেটের জয়ে ৬ষ্ঠ বারের মতো জিতলো বিশ্বকাপ শিরোপা।
ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা সংবাদ সম্মেলনেও আসেননি। সাধারণ বড় ম্যাচগুলো হারের পর অধিনায়কেরাই আসেন সংবাদ সম্মেলনে। কিন্তুু এদিন রোহিত শর্মা এতোটাই ভেঙে পড়েন যে, টিম ম্যানেজম্যান্ট তাকে সংবাদ সম্মেলনে পাঠায়নি।
দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা কোচ রাহুল দ্রাবির ডেসিং রুমের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘ড্রেসিংরুমে বেশ আবেগপ্রবণ পরিস্থিতি তৈরি হয়েছে। কোচ হিসেবে ছেলেদের এভাবে দেখাটা আমার জন্য কঠিন। কারণ, এই ছেলেগুলো কী পরিশ্রম করেছে, কী ত্যাগ করেছে, সেটা আমি জানি।’
রোহিত শর্মা ভেঙে পড়েছেন জানিয়ে দ্রাবিড় বলেন, ‘হ্যাঁ, সে হতাশ। ড্রেসিংরুমের বাকি সবার মতোই হতাশ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post