নিজস্ব প্রতিবেদকঃ সমর্থকদের সুখবর দিল খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাকি অংশ খেলতে আসছেন ক্যারিবীয় ওপেনার শাই হোপ। গত নভেম্বরের পর বিপিএল দিয়েই প্রথমবারের মতো মাঠে নামবেন এই উইকেটকিপার ব্যাটার।
চলতি বিপিএলে শুরুর তিন ম্যাচে হেরে যাওয়া খুলনা শেষ দুই ম্যাচের জয়ে অবস্থান করছে টেবিলের চারে। ৫ ম্যাচ খেলেছে তারা। আসরে তাদের পরের ম্যাচ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই মাঠে নামবেন হোপ। উইন্ডিজের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন তিনি।
১০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে হোপ রান করেছেন ৪৩০৮। ক্যারিবিয়ানদের জার্সিতে খেলেছেন ৩৮ টেস্ট ও ১৯ টি-টোয়েন্টি। টেস্টে ১৭২৬ ও টি-টোয়েন্টিতে ৩০৪ রান করেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত নিয়মিত খেলে থাকেন হোপ। এবার বিপিএল মাতানোর অপেক্ষায় তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post