স্পোর্টস ডেস্কঃ ‘শরীর আগের থেকে ভালো। কিন্তু এটা বলব না পুরোপুরি শতভাগ (ফিট আছি)। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব, কী অবস্থা…! তবে আমি আগামীকালকের ম্যাচে খেলব (প্রথম ওয়ানডেতে)।’ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এভাবেই নিজের ফিটনেস ও খেলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন এমন বক্তব্য দেশের ক্রিকেটে তোলপাড় শুরু করেছেন তামিম ইকবাল। যা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট। দলের অধিনায়ক পুরোপুরি ফিট না থেকে খেলার কথা বলছেন। খেলার পর তিনি বুঝতে পারবেন, কী অবস্থা এখন।
এমন বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশের একটি বাংলা দৈনিকের মতে, তামিমের এমন বক্তব্যের পর হাথুরুসিংহে ফোনে বোর্ড সভাপতির সাথে যোগাযোগ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে হাথুরু জানিয়েছিলেন পাড়া-মহল্লার ক্রিকেট না যে, এভাবে তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিটনেস নিয়ে নিশ্চিত হবেন।
পাপন নিজেও বিষয়টি মেনে নিতে পারছেন না। তিনি বলছেন, তামিমকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি খেলবেন কী খেলবেন না। আজ চট্টগ্রামে গিয়ে তামিমের সাথে ম্যাচের আগে বসবেন বলে জানিয়েছেন পাপন। সেখানে তামিমকে সিদ্ধান্ত নিতেও বলা হবে।
এদিকে এমন ঘটনার পর না কি টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও কোচ হাথুরুসিংহে বৈঠকে বসেছিলেন তামিমের সাথে। সেখানে তামিমকে ফিট না থাকলেও বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে। তবে দলের অধিনায়ক হিসেবে ম্যাচ খেলা, না খেলার সিদ্ধান্ত তামিমই নিবেন বলে জানা যাচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post